সদস্য ফরম

বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ, একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক সংগঠন।

উক্ত সংগঠনের সদস্য হয়ে সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহন করতে সংগঠনের নীতিমালার আলোকে নিচের লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন।

লিংকে প্রবেশ করলে প্রথমে আপনার জিমেইল আই ডি চাইবে, আপনি নিজ জিমেইল আইডি দিয়ে অনুসন্ধান করলেই আমাদের সদস্য ফরম পূরনে সক্ষম হবেন।

পূরণ করে নিচে Submit লিখায় ক্লিক করুন,সংগঠন আপনাকে বার্তা পাঠিয়ে সদস্য পদ নিশ্চিত করবে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScr90W6qDEru-XGxKc9NtaHnMWVpqgJcGavK6YZWAvLere_4Q/viewform?usp=sf_link

সংগঠনের গঠনতন্ত্র## ঘোষনা পত্র

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ কতৃক প্রকাশিত গঠনতন্ত্র##ঘোষনা পত্র

ভূমিকাঃ- চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন ১নং বাগান বাজার ইউনিয়নে আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ২০২০ইং সালে প্রতিষ্ঠিত হয় বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ।

আদর্শ সমাজ বিনির্মানের উদ্দেশ্যে এক ঝাক মেধাবী তরুণের সমন্বয়ে সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠকবৃন্দ-এম মজিবুর রহমান,আতাউর রহমান রেজা,নাজিম উদ্দিন পাটোয়ারী,হানিফ সুমন,গনেষ কার্তিক,জাহাঙ্গীর আলম।

গঠনতন্ত্র# ঘোষনা পত্র

অনুচ্ছেদ-০১ সংগঠনের নাম করণ ও শ্লোগান
বাংলাঃ বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ
ইংরেজীঃ Bagan Bazar Somajkollan Oikko Parishod
শ্লোগানঃ সামাজিক ও মানবিক উন্নয়নে আমরা অঙ্গিকারবদ্ধ।

চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।

অনুচ্ছেদ-০২ সংগঠন প্রতিষ্ঠাকালঃ
২৩/০১/২০২০ ইংরেজী

অনুচ্ছেদ-০৩সংগঠনের ধরণঃ
বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ  একটি সম্পূর্ণ অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন।

 

অনুচ্ছেদ-০৪ সংগঠনের লোগোর  বিবরণঃ 
আমাদের রয়েছে মোমবাতির প্রজ্জলীত বৃত্তাকার একটি লোগো।

অনুচ্ছেদ-০৫ সংগঠনের কার্য্যালয়ঃ
সমাজকল্যাণ গণ পাঠাগার সংগঠনের স্থায়ী কার্য্যালয় হিসেবে থাকবে।
অস্থায়ী কার্য্যালয় হিসেবে অনলাইন ভিত্তিক গ্রুপ গুলোতে নিয়ন্ত্রনে থাকবে।

অনুচ্ছেদ-৬ সংগঠনের কার্য্য পরিধি
বাগান বাজার ১নং ওয়ার্ড, ভবিষ্যতে কার্য্য পরিধি বাড়ানো যাবে।

অনুচ্ছেদ-০৭ সংগঠনের লক্ষ ও উদ্দেশ্যঃ

(ক) বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ প্রধানত সামাজিক উন্নয়ন  ও মানবিক সহায়তা নিয়ে কাজ করবে।

(খ) সৃষ্টিশীল,সামাজিক মানুষ ও সুনাগরিক তৈরীর জন্য সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন।

(গ) বাগান বাজারে ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করা।

(ঘ) এলাকার মানুষদের যেকোনো উন্নয়নমুখী ও সৃজনশীল  কাজে সংবর্ধনা প্রদান করা।

(ঙ) পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপনসহ যাবতীয় কার্য্যাবলী পরিচালনা করা হবে।

(চ) সামাজিক অবক্ষয়রোধ ও নৈতিকতাসম্পূর্ণ কাজে ভূমিকা রাখবে।

অনুচ্ছেদ-০৮ সদস্যপদ

সদস্য পদ লাভ
(ক) বাগান বাজার ওয়ার্ডের  যারা নূন্যতম এস এস সি /দাখিল/সমমান পাশ, সংগঠনের অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে সদস্য হতে পারবেন।
(খ) নির্ধারিত ফরম পূরণপূূর্বক সদস্য হতে হবে।
(গ) একজন সদস্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারবে, তবে মুক্তমনা অথবা নাস্তিক হতে পারবে না।
(ঘ) সদস্যরা এলাকার আদর্শবান যুবক হতে হবে।

(ঙ) প্রত্যেক সদস্য মাসিক নূন্যতম ১০০/-হারে চাঁদা দিতে হবে।
(চ) সদস্য হওয়ার জন্য প্রাথমিক ১০০০/-টাকা অফেরৎ যোগ্য জমা করতে হবে।

অনুচ্ছেদ-০৯ সদস্য পদ বাতিল ও ইস্তফা
(ক) কোন সদস্যের বিরুদ্ধে দেশ কিংবা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজ প্রমাণিত হলে তার সদস্যপদ বাতিল হবে।
(খ) সংগঠনের স্বার্থ পরিপন্থী ও আর্থিক ক্ষতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল হতে পারে।
(গ) সর্বসম্মতি/ সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

(ঘ) ১বছর সংগঠনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ও চাঁদা পরিশোধ থেকে বিরত থাকলে সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। 

৩.পদ হতে ইস্তফাঃ
(ক) কার্যকরী পরিষদের কোন সদস্য অথবা যে কোন সাধারন সদস্যও ইস্তফা দিলে অবশ্যই তার কারন উল্লেখ করে সংগঠনের নীতি নির্ধারণী ফোরাম কতৃক নিযুক্ত প্রতিনিধি/প্রধান সংগঠক বরাবর পেশ করতে হবে।

অনুচ্ছেদ-১০ কার্য্য নির্বাহী কমিটি কাঠামোঃ

(খ)সংগঠনের নীতি নির্ধারণী ফোরাম কতৃক নিযুক্ত প্রতিনিধি/প্রধান সংগঠক কার্যকরী পরিষদের সর্বসম্মতি ক্রমে সদস্যের পদত্যাগ পত্র গ্রহন করে প্র সংগঠকদের অনুমতিক্রমে বাতিল করতে পারবেন।

ক)কার্য্য নির্বাহী কাঠামো (কার্য্য নির্বাহীর সকল দায়ীত্বপ্রাপ্ত দায়ীত্বশীলবৃন্দ প্রতিষ্ঠাতা/সংগঠকদের নিকট দায়বদ্ধ)

সভাপতি
সহ সভাপতি
সাধারন সম্পাদক
যুগ্ম সাধারন সম্পাদক
সাংগঠনিক সম্পাদক
সহ সাংগঠনিক সম্পাদক
অর্থসম্পাদক
প্রচার, প্রকাশনা সম্পাদক
সহ প্রচার, প্রকাশনা সম্পাদক
শিক্ষা বিষয়ক সম্পাদক
দপ্তর সম্পাদক
সহ দপ্তর সম্পাদক
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
ধর্ম বিষয়ক সম্পাদক

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক

আইন বিষয়ক সম্পাদক

ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক

ত্রান ও দূর্যোগ বিষয়ক সহ সম্পাদক

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
পরিবেশ বিষয়ক সম্পাদক

মহিলা বিষয়ক সম্পাদক
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

অনুচ্ছেদ-১০ খ) কার্য্যনির্বাহী পরিষদ এর দায়ীত্বশীলদের দায়ীত্ব-

কার্যকরী সভাপতি  ;

★সভাপতি সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করবে । সংগঠন (BBSKOP)  এর আদর্শ ও গঠনতন্ত্র বাস্তবায়নে সভাপতি তার দায়িত্ব পালন করে যাবে। (সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য/সংগঠকদের কাছে দায়বদ্ধ)

সহ-সভাপতি  ;

★সভাপতির অনুপস্থিতে তার পূর্ণ দায়িত্ব পালন করবে । কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এবং সংগঠন এর আদর্শ ও গঠনতন্ত্র বাস্তবায়নে সহ-সভাপতি (ক্রমনুসারে) তার দায়িত্ব পালন করবে । 

সাধারণ সম্পাদক  ;

★সংগঠনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করবে । সভাপতি কে সহযোগিতা করে সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ হবে । সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালন করবে। সংগঠনের সকল হিসাবপত্র সভাপতি বরাবর পেশ করবে এবং কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন করবে । প্রয়োজনীয় সকল কাগজপত্র গোপনিয়তার সাথে সংরক্ষণ করবে । 

সহ- সাধারণ সম্পাদক  ;

★সাধারণ সম্পাদকের অনুপস্থিতে (ক্রমনুসারে) সম্পাদকের পূর্ণ দায়িত্ব পালন করবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে ।

সাংগঠনিক সম্পাদক  ;

★সংগঠন  এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য কাজ করে যাবে । সকল সাংগঠনিক কমিটিগুলোর সাথে যোগাযোগ রক্ষা করবে এবং কার্যনির্বাহী পরিষদের অর্পিত দায়িত্ব পালন করবে ।

সহ-সাংগঠনিক সম্পাদক  ;

★সংগঠন এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য সাংগঠনিক সম্পাদককে সহযোগিতা করবে সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিততে তার পূর্ণ দায়িত্ব পালন করবে এবং কার্যনির্বাহী পরিষদের অর্পিত সকল দায়িত্ব পালন করবে ।

অর্থ সম্পাদক  ;

★অর্থ সংক্রান্ত সকল হিসাব ও নথিপত্র সংরক্ষণসহ তহবিল পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবে । কার্যনির্বাহী পরিষদের সভায় সকল হিসাবপত্র পেশ করবে এবং অনুমোদনক্রমে সকল হিসাবপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করবে । 

প্রচার ও প্রকাশনা সম্পাদক  ;

★সংগঠনের সকল কার্যক্রম প্রচার ও প্রকাশনার দায়িত্বে থাকবে সংগঠনের সফলতার জন্য কাজ করে যাবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে ।

সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক  ;

★প্রচার ও প্রকাশনা সম্পাদকের অনুপস্থিতিতে তার পূর্ণ দায়িত্ব পালন করবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে ।

শিক্ষা বিষয়ক সম্পাদক  ;

★কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদনক্রমে শিক্ষা বিষয়ক সকল কাজ সম্পন্ন করবে এবং সকল নথিপত্র সংরক্ষণ করবে ।

দপ্তর সম্পাদক  ;

★ সাংগঠনিক সকল দপ্তরিক কাজ পরিচালনা করবে । সকল নথিপত্র গোপনিয়তার সাথে সংরক্ষণ করবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে । 

সহ-দপ্তর সম্পাদক ;

★দপ্তর সম্পাদকের সকল দপ্তরিক কাজ পরিচালনায় সহযোগিতা করবে । দপ্তর সম্পাদকের অনুপস্থিতে তার পূর্ণ দায়িত্ব পালন করবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে । 

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক

★কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদনক্রমে ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়সকল কাজ সম্পন্ন করবে এবং সকল নথিপত্র সংরক্ষণ করবে ।

ধর্ম বিষয়ক সম্পাদক  ;

★ধর্ম বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাবে এবং সকল কর্মসূচি বাস্তবায়ন ও গ্রহণ ধর্ম বিষয়ক সম্পাদক সংরক্ষণ করবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে ।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন। অসহায় দরিদ্র মানুষ কে স্বল্প খরচে সুচিকিৎসা পেতে পরামর্শ দিবে। তবে সাস্থ বিষয়ক সম্পাদক হিসেবে সবসময়ই মেডিকেল স্টুডেন্টস রা অগ্রাধিকার প্রাপ্ত হবেন। এক্ষেত্রে যেকোনো শর্ত শীথিল

আইন বিষয়ক সম্পাদকঃ
(ক) সংগঠনের আইনবিভাগ পরিচালনা করবেন।

(খ) সংগঠনের সদস্যগণ গঠনতন্ত্র মেনে চলছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন।

(গ) সংগঠন কোন আইনসংক্রান্ত নোটিশ পেলে তা সভাপতিকে অবহিত করবেন।

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ০১  ;

★সমাজের সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করবে , কার্যনির্বাহী পরিষদের সভায় পেশ করবে এবং অনুমোদনক্রমে বাস্তবায়ন করবে ।

পরিবেশ বিষয়ক সম্পাদক

স্বপ্নর পরিবেশবান্ধব কর্মসূচী পরিচালনা করবেন। দেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পরিষদকে অবগত করবেন।

মহিলা বিষয়ক সম্পাদক

★সুযোগ বঞিত মহিলাদের কল্যাণে কাজ করবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে ।

আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক  ;

★সংগঠনের সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করবে এবং কার্যনির্বাহী পরিষদকে সহযোগিতা করবে এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবে ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

১। সংগঠনের কার্যক্রমকে ডিজিটালাইজ করার ব্যবস্থা গ্রহণ করবেন।২। সংগঠনকে আরো বেশী প্রযুক্তি নির্ভর করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও নির্বাহী সভায় উপস্থাপন করবেন।৩। সংগঠনের কার্যক্রমকে ইন্টারনেটে প্রতিনিয়ত প্রচার করা ও আপডেট করবেন ।৪। সংগঠনের ওয়েবসাইটকে প্রতিনিয়ত ওয়াপে আপডেট করবেন।৫। সংগঠনের সকল কার্যক্রমের ডিজিটাল কপি সংরক্ষন করবেন।৬। বিভিন্ন অনুষ্ঠানকে আরো দৃষ্টি নন্দন করার জন্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করে নির্বাহী সভায় উপস্থাপন করবেন।

অনুচ্ছেদ-১১  পৃষ্ঠপোষক

ক)বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ (BBSKOP)  এর প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতি ক্রমে প্রধান সংগঠক  পৃষ্ঠপোষক মনোনীত করবে । দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংগঠনের আজীবন সদস্য ও দাতা সদস্য সমন্বয়ে পৃষ্ঠপোষক পরিষদ হবে ।

প্রতিষ্ঠাকালীন যারা এর পৃষ্ঠপোষক রয়েছেন তারা ব্যতীত এর পৃষ্ঠপোষক হতে হলে
১) শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে স্নাতক পাশ হতে হবে।
২)চরিত্রঃ সচ্চরিত্রবান হতে হবে।
৩)যে কোন মূহুর্তে সংগঠনের দূর্দশায় একজন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।
৪)পৃষ্ঠপোষক পদ লাভের পদ্ধতিঃ
 নির্ধারিত ফরম পূরনের মাধ্যমে এককালীন ১০০০০০/- এক লক্ষ টাকা (অফেরৎ যোগ্য) জমা দিয়ে পৃষ্ঠপোষক পদ  লাভের জন্য আবেদন করা যাবে। প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠকদের অনুমোদনক্রমে পৃষ্ঠপোষক পদ লাভ করা যাবে।

অনুচ্ছেদ-১২ উপদেষ্ঠা পরিষদ 

ক)বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ (BBSKOP)  এর প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতি ক্রমে প্রধান সংগঠক উপদেষ্টা পরিষদ গঠন করবে । দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংগঠনের আজীবন সদস্য ও দাতা সদস্য সমন্বয়ে  উপদেষ্ঠা পরিষদ হবে ।

০১) এই পরিষদ কার্যনির্বাহী পরিষদকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করবে । 

০২) এই পরিষদ  সংগঠন  কে শক্তিশালী ও মানবতার কাজ কে আরো সমৃদ্ধশালী করার জন্য কাজ করে যাবে। 

খ)প্রতিষ্ঠাকালীন থেকে যারা এর উপদেষ্ঠা রয়েছেন তারা ব্যতীত এর উপদেষ্ঠা হতে হলে

১) শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে স্নাতক পাশ হতে হবে।
২)চরিত্রঃ সচ্চরিত্রবান হতে হবে।
৩)যে কোন মূহুর্তে সংগঠনের দূর্দশায় একজন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।
৪)উপদেষ্ঠা পদ লাভের পদ্ধতিঃ
 নির্ধারিত ফরম পূরনের মাধ্যমে এককালীন ৫০০০০/- পঞ্চাশ হাজার টাকা (অফেরৎ যোগ্য) জমা দিয়ে উপদেষ্ঠা পদ  লাভের জন্য আবেদন করা যাবে। প্রতিষ্ঠাতা ও সংগঠকদের অনুমোদনক্রমে উপদেষ্ঠা পদ লাভ করা যাবে।

অনুচ্ছেদ-১৩ সংগঠকঃ-

 ক) বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ (BBSKOP)  এর  প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মতিক্রমে  প্রধান সংগঠক ও সংগঠক  মনোনীত করবেন, (সংগঠকদের  মনোনয়ন ও বিলুপ্তী করার এখতিয়ার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান সংগঠকের হাতে সংরক্ষণ থাকবে ।)

খ)সংগঠকের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলী

১) সংগঠকঃ
ক) সংগঠনের কর্মসূচী বার্ষিক বাজেট নির্ধারণ পূর্বক অনুমোদন করা।
খ) কার্যকরী পরিষদ কর্তৃক দাখিলকৃত হিসাব পরীক্ষা পূর্বক অনুমোদন করা।
গ) কার্যকরী পরিষদ কর্তৃক উত্থাপিত সমস্যার সমাধান করা।
ঘ) কার্যকরী পরিষদের শূন্য পদ উক্ত সংগঠক কর্তৃক  পদ পূরণ অনুমোদন করা।
ঙ) মেয়াদ শেষে নির্বাচন/মনোনয়ন সম্পন্ন করা।
চ) বিভিন্নভাবে কার্যকরী পরিষদকে সাহায্য করা।
ছ) গঠনতন্ত্র সংশোধন, সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা।
জ) প্রধান সংগঠক, সংগঠকদের সম্মতিক্রমে  সংগঠনের যাবতীয় কাজে প্রতিনিধিত্ব করবে।

অনুচ্ছেদ-১৪ সমন্বয় সংগঠকঃ-
ক) বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ (BBSKOP)  এর প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে প্রধান সংগঠক সংগঠনের প্রতিষ্টাকালীন সদস্য/সংগটনের উদ্যমী সচেতন সদস্যকে সমন্বয় সংগঠক মনোনীত করবেন, সমন্বয় সংগঠক মনোনয়ন ও বিলুপ্তী করার এখতিয়ার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান সংগঠকের হাতে সংরক্ষণ থাকবে ।  

অনুচ্ছেদ-১৫ কার্যনির্বাহী পরিষদঃ- 

খ) সমন্বয় সংগঠক সকল কার্যক্রমে সংগঠকদের সাথে সমন্বয় করে কাজ করবেন।

ক) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য-সংগঠক-সমন্বয় সংগঠকগণ পৃষ্ঠপোষক উপদেষ্ঠা পরিষদের পরামর্শক্রমে কার্যনির্বাহী পরিষদ গঠন করবে , সংগঠনের সর্বস্তরের সদস্যদের মধ্য থেকে কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে । পরিষদের মেয়াদ হবে সর্বোচ্চ ০২বছর (কার্যনির্বাহী পরিষদ গঠন প্রক্রিয়া ও অনুমোদন এবং বিলুপ্তী প্রতিষ্ঠাতা সদস্য ও  সংগঠকদের হাতে সংরক্ষণ থাকবে ।)

খ) কার্যকরী পরিষদের ক্ষমতা দায়িত্ব ও কার্যাবলীঃ
ক) অত্র গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করা।
খ) কাজের সুবিধার্থে কর্মচারী নিয়োগ করা।
গ) বাৎসরিক বাজেট প্রণয়ন করা। তদানুযায়ী কার্যক্রম পরিচালনা করা।
ঘ) স্থানীয় সভা সেমিনারে প্রতিনিধি প্রেরণ করা।

অনুচ্ছেদ-১৬ সভার বিবরণঃ
(ক) বার্ষিক সাধারণ সভাঃ প্রতিবছর ঈদ-উল-ফিতরেরর ছুটিতে এই সভা অনুষ্ঠিত হবে । নীতি নির্ধারনী ফোরামের অনুমোদনক্রমে নির্বাহী প্রধান জরুরি নোটিশে বার্ষিক বিশেষ সাধারণ সভা আহ্বান করবেন । এ সভায় নতুন বাৎসরিক পরিকল্পনা ও রিপোর্টের আলোকে আয় ব্যায়, বাজেট পেশ করা হবে।
কার্যকরী পরিষদ গঠন করা হবে। 

(খ) কার্যকরী পরিষদ সভাঃ নীতি নির্ধারণী ফোরাম ও  কার্য্য নির্বাহী সদস্যদের  সাথে পরামর্শ করে কার্য্য নির্বাহী প্রধান -সভার আলোচ্য সূচি, তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন । সভা অনুষ্ঠানের কমপক্ষে ৫ (পাঁচ) দিন আগে  নোটিশ দিয়ে সাধারণ সম্পাদক যে কোন সময় পরিষদের সভা আহ্বান করবেন । 

(গ) সাধারণ সভাঃ সময়, সুযোগ বুঝে সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

অনুচ্ছেদ-১৭ তহবিলঃ-

★বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ এর তহবিল সংগঠনের সকল কর্মসূচি ও সামাজিক এবং মানবিক কাজে ব্যায় করা হবে । 

০১) মাসিক সদস্য ফিঃ , বাৎসরিক সদস্য ফিঃ , এককালীন সদস্য ফিঃ তহবিলের প্রধান উৎস বলে বিবেচিত হবে । 

০২) কোন সংস্থা বা কোন বিশেষ ব্যাক্তির দান-অনুদান তহবিলের আরেকটি উৎস বলে বিবেচিত হবে । 

০৩) সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহ থেকে অর্জিত টাকা সংগঠনের তহবিলে যোগ হবে । 

০৪) যথাযোগ্য রশিদ ছাড়া সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি ছাড়া কোন সদস্য দান-অনুদান গ্রহন করতে পারবে না । 

০৫) বাংলাদেশের যে কোন ব্যাংক শাখায়  সংগঠন  এর এ্যাকাউন্ট থাকবে (বাধ্যতামূলক) । 

অনুচ্ছেদ-১৮ আন্তঃ কমিটি সম্পর্ক  ;

★  সংগঠন এর কার্যনির্বাহী পরিষদ , ‘ ইউনিট ‘ কমিটি একে অপরের সাথে আনুষ্ঠানিক ও সৌহার্দ্যমূলক পারস্পরিক সহযোগিতা করে যাবে । সংগঠনের সকল ‘ ইউনিট ‘ সমূহ সংগঠনের আদর্শ , মূলনীতি ও গঠনতন্ত্রের আলোকে এবং কর্মসূচি বাস্তবায়ন করে যাবে ।

অনুচ্ছেদ-১৯ আজীবন সদস্যঃ-

★বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ এর কল্যাণে বা সামাজিক ও মানবিক কাজের সহায়তায় এককালীন ২০০০০/-টাকা  সংগঠনের তহবিলে প্রদান করে তাহলে ঐ ব্যক্তিকে সংগঠনের এর আজীবন সদস্যপদ প্রদান করা হবে ।
 

অনুচ্ছেদ-২০ কার্য্যনির্বাহী দায়ীত্বশীলদের শপথ

আমি…………………………যাকে বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ কতৃক…………. পদে নিযুক্ত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামীন কে (সৃষ্টিকর্তাকে) সাক্ষী করে শপথ করিতেছি যে-

১.আমি বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ এর আদর্শ, লক্ষ্য, কর্মসূচির সাথে সম্পূর্ণরূপে একমত। এ উদ্দেশ্যে বাগান বাজার সমাজকল্যাণ ঐক্য পরিষদ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে আমি সকল প্রকার সহযোগিতা করব।

২.আমি এ গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের নিয়ম-কানুন পালন করব। আমি আরও শপথ করছি যে, আমার সাধ্যানুযায়ী-আমি সংগঠনের সমস্ত ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা এবং কার্যক্রমকে ব্যক্তি স্বার্থের উর্ধে রাখবো।

কোন অপরিহার্য ওজর-আপত্তি ব্যতিরেকে পরিষদের অধিবেশনে উপস্থিত হতে অথবা অভিমত প্রেরণ করতে কোন ত্রুটি করবনা। আল্লাহ রাব্বুল আ’লামীন (সৃষ্টিকর্তা) আমাকে এ ওয়াদা (প্রতিশ্রুতি)পালনের ক্ষমতা দিন। আমীন।

অনুচ্ছেদ-২১সারমর্মঃ-

★সংগঠন এর সকল সদস্য স্বেচ্ছাসেবী হয়ে কাজ করবে । অসহায় মানুষ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করবে । আর্থিকভাবে হোক শ্রমদিয়ে হোক মানবতার সেবায় নিয়োজিত থাকবে । সুন্দর একটি সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে । 

#বিঃদ্রঃ  গঠনতন্ত্র প্রণয়নঃ প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠক পরিষদ  ; প্রথম প্রকাশঃ ২০২০ইংরেজি  ; সংশোধন-সংযোজনঃ ১ম বার  ; যাচাই-বাছাইঃ প্রতিষ্ঠাতা সদস্য/সংগঠক পরিষদ

সমাপ্তী

গঠনতন্ত্র প্রনয়নঃ- ১৫/০১/২০২০ইং

অনুমোদন

এম মজিবুর রহমান,প্রধান সংগঠক/প্রতিষ্ঠাতা সদস্য

আতাউর রহমান রেজা,সংগঠক/প্রতিষ্ঠাতা সদস্য

নাজিম উদ্দিন, সংগঠক

জাহাঙ্গীর আলম,সংগঠক/প্রতিষ্ঠাতা সদস্য

হানিফ সুমন,সংগঠক /প্রতিষ্ঠাতা সদস্য

Gmail-baganbazarsomajkollanoikkopari@gmai.com

Facebook -https://www.facebook.com/baganbazar.somajkollanoikkoparisod

Web-bbskop.family.blog.com